প্রচ্ছদ আজকের সেরা সংবাদ ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় কমলাপুরে

ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় কমলাপুরে

পরিবার স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে শহরের মানুষ এখন গ্রামের দিকে ছুটছে। ঈদযাত্রার চতুর্থ দিনেও কমলাপুর রেলস্টেশনে মানুষের ঢল নামতে শুরু করেছে। ভোর থেকে ঈদযাত্রীরা আসতে শুরু করে। সকাল ৬টার আগেই স্টেশনের প্রতিটি প্লাটফর্মেই হাজার হাজার মানুষ জড়ো হতে থাকে।

সড়কেও ছিল চোখে পড়ার মতো ভিড়। গত তিন দিনের তুলনায় বুধবার যাত্রীদের সংখ্যা ছিল তুলনামূলক বেশি। প্রতিদিনই ট্রেনযোগে ৭০ হাজার মানুষ রাজধানী ঢাকা ছাড়ছে। তবে বুধবার ট্রেনযোগে ঢাকা ছাড়বে প্রায় এক লাখ মানুষ।

স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী জানান, অন্যদিন কমলাপুর থেকে ৬৬টি ট্রেন ছাড়লেও বুধবার থেকে আরও পাঁচটি যোগ হয়েছে। বুধবার থেকে ঈদের আগের রাত পর্যন্ত প্রতিদিন এক লাখ মানুষ ট্রেনযোগে ঢাকা ছাড়বে।

তিনি জানান, বুধবার ৩২টি আন্তঃনগর ট্রেন, পাঁচটি ঈদ স্পেশাল, ৩৪টি মেইল এবং লোকাল ট্রেন দেশের বিভিন্ন স্থানের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে।

যাত্রা নিরাপদ করতে নিয়োজিত রয়েছে র‌্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থা ও আনসার সদস্য।

আর যাত্রীরা যাতে কোনো রকম ভোগান্তির শিকার না হন এজন্য রোভার স্কাউট, রেলওয়ে পুলিশ খুলেছে তথ্যকেন্দ্র। সেখান থেকে জেনে নিতে পারবেন বিস্তারিত সব তথ্য।