প্রচ্ছদ সারাদেশ ঢাকা বিভাগ গোপালগঞ্জে পুরুষ ভোটার বেড়েছে

গোপালগঞ্জে পুরুষ ভোটার বেড়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে তিনটি সংসদীয় আসনে নতুন ভোটার বেড়েছে ১লাখ ১৯ হাজার ৩৬৫ জন এবং ভোট কেন্দ্র বেড়েছে ৩১ টি। এর মধ্যে পুরুষ ভোটার বেড়েছে ৬৩হাজার ৯৮ ও নারী ভোটার বেড়েছে ৫৬হাজার ৭২২ জন ।
গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার তিনটি সংসদীয় আসনে পূর্বে ভোটার সংখ্যা ছিল ৭ লাখ ৫৭ হাজার ৫৪০ জন। বর্তমান ভোটার ৮লাখ ৭৬ হাজার ৯০৫ জন।
এরমধ্যে, গোপালগঞ্জ-০১ সংসদীয় আসনে মোট ভোটার বেড়েছে ৪৪ হাজার ৩৪৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩ হাজার ৮০৭, নারী ভোটার বেড়েছে ২০ হাজার ৫৪১জন। এর আগে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৭৬ হাজার ৫৪৯ জন।
গোপালগঞ্জ-০২ সংসদীয় আসনে মোট ভোটার বেড়েছে ৮০ হাজার ৬৮১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২১ হাজার ৩৭৩, নারী ভোটার ১৯ হাজার ৭৬৩ জন বেড়েছে। এর আগে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৬৯ হাজার ১৫২ জন।
গোপালগঞ্জ-০৩ সংসদীয় আসনে মোট ভোটার বেড়েছে ৩৪ হাজার ৩৩৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ৯১৮, নারী ভোটার বেড়েছে ১৬ হাজার ৪১৮ জন। এর আগে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ১১ হাজার ৮৩৯ জন।
জেলা নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী বলেন, ভোটার তালিকা হাল নাগাদ করন ও কিছু ভোটার ট্রান্সফার হয়ে আসার কারনে নতুন ভোটার বেড়েছে। পাশাপাশি ভোট কেন্দ্রের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।