প্রচ্ছদ সারাদেশ ঢাকা বিভাগ গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনে বিএনপিসহ ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনে বিএনপিসহ ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

হেমন্ত বিশ্বাস, গোপালগঞ্জ : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাশীদের মনোননয়নপত্র যাচাই-বাছাইকালে বিএনপি প্রার্থীসহ তিন জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
রোবাবার সকালে বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীদের উপস্থিতিতে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার জানান, গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনে ১৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
এরমধ্যে আওয়ামীলীগের-৩ জন, বিএনপি-র ৬ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩ জন, জাতীয় পার্টির ২ জন, এলডিপি-র ১ জন, বাসদ-এর ১ জন ও ৩ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনাসহ ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে বিএনপি প্রার্থী এসএম জিলানী ও জাতীয় পার্টির এ জেড এম অপু শেখের মনোনয়নপত্র বাতিল হয়েছে। যথাযথ কাগজপত্র ও স্বাক্ষর না থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়।
গোপালগঞ্জ-২ আসনে মনোনয়ন প্রত্যাশী ৫ জন প্রার্থীর সকলের মনেপানয়নপত্র বৈধ হয়েছে। এ আসনে কারো মনোনয়নপত্র বাতিল হয়নি।
গোপালগঞ্জ-১ আসনে ৭ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদুৃল আলম খান চৌধুরীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। মনোনয়ন পত্রে দাখিল করা ভোটারদের স্বাক্ষর ঠিক না থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া, অপর প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ রয়েছে।