প্রচ্ছদ সারাদেশ ঢাকা বিভাগ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অসাধু উপায়ে সরকারি হালট বন্দোবস্ত নিয়ে পাকা ভবন নির্মাণের অভিযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অসাধু উপায়ে সরকারি হালট বন্দোবস্ত নিয়ে পাকা ভবন নির্মাণের অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি সরকারি হালটের ১২ শতাংশ জমি অসাধু উপায়ে বন্দোবস্ত নিয়ে সেখানে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে পাটগাতী বাজারের এক ঔষধ-ব্যবসায়ীর বিরুদ্ধে। সম্প্রতি জমিটি উদ্ধার করে সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার দাবী জানিয়ে জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ করেছেন স্থানীয় আরেক ব্যবসায়ী মোঃ ইয়াসিন শেখ।
ওই অভিযোগে জানা যায়, মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে টুঙ্গিপাড়ার পাটগাতী বাজারে অজিত কুমার সাহা (কুড়ি) নিজের পেশা জমাজমি দেখিয়ে তার পৈত্রিক ভিটার পাশে সাধারণের ব্যবহার্য্য পাটগাতী মৌজার একটি হালট (এসএ ১৭৭৫ বাটা ১৮০৩) এর ১২ শতাংশ জমির শ্রেণী পরিবর্তণ করে মাটিয়াল জমি দেখিয়ে বন্দোবস্ত নেন। পাটগাতী বাজারসহ টুঙ্গিপাড়ার গুরুত্বপূর্ণ বিভিন্ন দাগে তার ৬ একরেরও বেশি জমি থাকলেও তিনি একজন ভূমিহীন হিসেবে অসাধু উপায়ে ওই জমি বন্দোবস্ত নেন। বন্দোবস্ত নেয়ার আগেই পাশে নিজস্ব জায়গায় চারচালা টিনের ঘরে তিনি বেঙ্গল মেডিকেল হল নামে ঔষধ-ব্যবসা পরিচালনা করতেন। এখন সেখানে তিনতলা ফাউন্ডেশনের একতলা মার্কেটে তার দু’সন্তান অভিজিৎ সাহা কুড়ি ও সত্যজিৎ সাহা কুড়ি বেঙ্গল মেডিকেল হল নামে ওই ঔষধ-ব্যবসা পরিচালনা করছেন।
সরেজমিন গিয়ে দেখা যায়, বন্দোবস্ত নেয়া ওই জমির উপর নির্মিত পাকা মার্কেটের পিছনে বিস্তর জায়গা জুড়ে নির্মাণ করা হয়েছে ওয়াটার রিজার্ভার।
এ ব্যাপারে অভিজিৎ সাহা কুড়ি সাংবাদিকদেরকে বলেছেন, এখন আমরা দু’ভাই তাদের বাবার রেখে যাওয়া ব্যবসা পরিচালনা করছেন। আমার বাবা ওই জমি কিভাবে নিয়েছেন, তা আমরা জানি না। ছোটবেলা থেকেই আমরা জানি যে ওই জায়গা আমাদের। তাছাড়া বিআরএস রেকর্ডে এ জমি আমার বাবার নামেই রয়েছে। তিনি আরও বলেন, এখানকার নেতৃস্থানীয় পুরোনো সবাই আমাদের পরিবার এবং ওই জায়গা সম্পর্কে জানেন। বস্তুত একটি স্বার্থান্বেসী মহল বিভিন্ন সময় আমাদের সঙ্গে নানা চক্রান্ত করে চলেছেন।