প্রচ্ছদ আর্ন্তজাতিক গুয়াতেমালার আগ্নেয়গিরিতে জীবিতদের উদ্ধারে আবারও অভিযান শুরু

গুয়াতেমালার আগ্নেয়গিরিতে জীবিতদের উদ্ধারে আবারও অভিযান শুরু

ফুয়েগো আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাতের ঘটনায় জীবিতদের উদ্ধারে সোমবার গুয়াতেমালার বেসামরিক প্রতিরক্ষা সদস্য ও উদ্ধার কর্মীরা অভিযান শুরু করেছে।

আগ্নেয়িগিরিটি থেকে এক সপ্তাহের বেশী সময় ধরে অগ্ন্যুৎপাত ঘটেছে।  সেখানে আর কারো বেঁচে থাকার সম্ভাবনা একেবারে ক্ষীণ বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গুয়াতেমালার পার্বত্য কৃষি প্রধান গ্রাম সান মিগুয়েল লস লোটেসে এখনো প্রায় প্রায় ২শ’ মানুষ নিখোঁজ রয়েছেন। উদ্ধারকর্মীরা তাদের দেহাবশেষের জন্য ছাইয়ের ভেতরে তল্লাশি চালাচ্ছে।

এক সপ্তাহ আগে শুরু হওয়া লাভার স্রোতে গ্রামটি গলিত পাথরে ঢেকে গেছে।  এখনো সেখান থেকে ধোঁয়া উড়ছে।

উল্লেখ্য, উদ্ধারকর্মীরা গতরাতে তাদের উদ্ধার কাজের ইতি টানলেও নিখোঁজদের আত্মীয় স্বজনদের চাপে তারা শেষবারের মতো তল্লাশি চালাচ্ছে।

সূত্র: এএফপি