প্রচ্ছদ আর্ন্তজাতিক গাঁজার বৈধতা দিল কানাডা

গাঁজার বৈধতা দিল কানাডা

বিনোদনের জন্য কানাডায় গাঁজা বৈধ করা হয়েছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি আইন দেশটির পার্লামেন্টে পাস হয়েছে।

বিবিসি জানিয়েছে, ছয় মাস বিলটি নিয়ে গবেষণার পর ৫৬-৩০ ভোটে বিলটি পাস হয়েছে। আর ভোট দানে বিরত ছিল মাত্র একজন।

চলতি গ্রীষ্মের প্রথম দিকে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিনোদনের জন্য গাঁজা বৈধকরণের বিলটি পাসের প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিলটি পাস হওয়ায় জি-সেভেনভুক্ত দেশগুলোর মধ্যে বিনোদনের জন্য গাঁজার বৈধতা দেওয়ার দেশের তালিকায় কানাডা প্রথম স্থান অধিকার করে নিল। অবশ্য দেশটিতে চিকিৎসকার জন্য গাঁজা ব্যবহারের বৈধতা দেওয়া হয়েছিল ২০০১ সালে।

বৈধভাবে গাঁজা কিনতে অবশ্য কানাডীয়দের আরো ১২ সপ্তাহ অপেক্ষা করতে হবে। কারণ বিলটিতে কোনো সংশোধনী আনা হবে কিনা তা যাচাইয়ে এটি হাউজ অব কমন্সে পাঠানো হবে। এরপরই এটি চূড়ান্তভাবে আইনের রুপ পাবে। ধারণা করা হচ্ছে আগামী আগস্ট অথবা সেপ্টেম্বর থেকে বিনোদনের জন্য বৈধভাবে গাঁজা কিনতে পারবে কানাডীয়রা। প্রসঙ্গত, কানাডীয়রা বিশেষ করে দেশটির তরুণরা বিশ্বের সর্বোচ্চ গাঁজাসেবীদের অন্যতম।