প্রচ্ছদ আর্ন্তজাতিক ‘গরু ভারতের ঐতিহ্য, এর ঋণ কোন দিন শোধ করতে পারবো না’

‘গরু ভারতের ঐতিহ্য, এর ঋণ কোন দিন শোধ করতে পারবো না’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আমরা গরুর দুধের ঋণ কোন দিন শোধ করতে পারবো না। গরু ভারতের সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অঙ্গ। সোমবার উত্তরপ্রদেশের বৃন্দাবনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

গ্রামের অর্থনীতিতে গরু কতটা গুরুত্বপূর্ণ, সেটাও বুঝিয়েছেন মোদি। বাজেটে মোদি সরকার ‘রাষ্ট্রীয় গোকুল মিশন’ ও ‘রাষ্ট্রীয় কামধেনু যোজনা’র মত স্কিম এনেছেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, গরু মাতাদের সম্মানের ক্ষেত্রে ভারত সরকার কখনই পিছু হটবে না। এই স্কিমে যেসব কৃষকরা গবাদিপশু পালন করে তাদের ২ শতাংশ অনুদান দেয়ার ঘোষণাও দেন তিনি। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস