প্রচ্ছদ সারাদেশ খোয়াই নদীর পানি বিপদসীমা ১৭০ সে.মি  উপরে

খোয়াই নদীর পানি বিপদসীমা ১৭০ সে.মি  উপরে

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার ১৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে হুমকির সম্মুখীন হয়ে পড়েছে শহর রক্ষা বাঁধ।
টানা বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে খোয়াই নদীতে প্লাবন দেখা দেয়। মঙ্গলবার (১২ জুন) বিকেল থেকে নদীতে পানি বাড়তে থাকে। রাত ১১টা থেকে খোয়াই নদীর পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহিদুল ইসলাম জানান, খোয়াই নদীর উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরায় বৃষ্টি হওয়ার কারণে হঠাৎ মঙ্গলবার থেকে নদীতে পানি বাড়তে থাকে। রাতে পানি বিপদসীমা ছাড়ায়।
বুধবার (১৩ জুন) সকাল ১০টায় নদীর পানি বিপদসীমার ১৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। খোয়াই নদীর বাংলাদেশে প্রবেশমুখে ভারতীয় কর্তৃপক্ষ গেট খুলে দেয়ায় পানি আরও বাড়তে পারে
হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ জানান, খোয়াই নদীর পানি বৃদ্ধিতে এখনও আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রশাসন থেকে নদীর পানি বৃদ্ধির ব্যাপারে মনিটরিং করা হচ্ছে।