প্রচ্ছদ আর্ন্তজাতিক খাশোগি হত্যার অডিও রেকর্ডিং শুনেছে সৌদি কর্তৃপক্ষ’

খাশোগি হত্যার অডিও রেকর্ডিং শুনেছে সৌদি কর্তৃপক্ষ’

সাংবাদিক জামাল খাশোগি হত্যার সময়কার অডিও রেকর্ডিং সৌদি কর্তৃপক্ষও শুনেছে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। প্যারিসে শান্তি সম্মেলন শেষে মঙ্গলবার দেশে ফিরে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এরদোয়ান জানান, ওই রেকর্ডিং শুনে এক সৌদি গোয়েন্দা কর্মকর্তা হতভম্ব হয়ে যান এবং মন্তব্য করেন, শুধুমাত্র মাদক সেবন করেই এমন কাজ করা সম্ভব।

এছাড়াও তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এর আগে সোমবার খাশোগি হত্যার অডিও রেকর্ডিং কানাডার গোয়েন্দারা শুনেছেন বলে জানান দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

গেল শনিবার সৌদি আরবসহ যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেন ও ফ্রান্সের কাছে এ হত্যাকাণ্ডের অডিও রেকর্ড পাঠায় তুর্কি কর্তৃপক্ষ।