প্রচ্ছদ আজকের সেরা সংবাদ কোন সন্ত্রাসী সংগঠনকে বাংলাদেশের মাটিতে প্রশ্রয় দেয়া হবে না: প্রধানমন্ত্রী

কোন সন্ত্রাসী সংগঠনকে বাংলাদেশের মাটিতে প্রশ্রয় দেয়া হবে না: প্রধানমন্ত্রী

কোন সন্ত্রাসী সংগঠনকে বাংলাদেশের মাটিতে প্রশ্রয় দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১১ মার্চ) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ভিডিও কনফারেন্সে একথা বলেন তিনি।

কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বহুমুখী ও বহুমাত্রিক সহযোগিতার ফলে বাংলাদেশ-ভারত সম্পর্ক বিশ্বে উজ্জ্বল দৃষ্টান্ত। ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক আরো দৃঢ় হবে।

এসময়, ভিডিও কনফারেন্সের মাধ্যমে নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা ১১শ’ বাস ও ট্রাক সরবরাহসহ চারটি প্রকল্প যৌথভাবে উদ্বোধন করেন।

এর আগে দুপুর সোয়া ১টার দিকে ভিডিও কনফারেন্স শুরু হয়। কনফারেন্সের শুরুতেই শেখ হাসিনা বাংলায় শুভেচ্ছা বক্তব্য শুরু করেন।

এর আগে বিআরটিসি থেকে জানানো হয়, এ পর্যন্ত ৪৭টি বিআরটিসি বাস ও ২৫টি ট্রাক বাংলাদেশে এসে পৌঁছেছে। বাকি বাস ও ট্রাক চলতি বছরের জুনের মধ্যে এসে পৌঁছবে। এই প্রকল্পের আওতায় ৩০০টি ডাবল ডেকার, ১০০টি নন এসি, ১০০টি সিটি এসি ও ১০০টি ইন্টারসিটি এসি বাস আনা হবে।