প্রচ্ছদ রাজনীতি কোনরকম পূর্বশর্ত দিয়ে সংলাপ হবে না: রব

কোনরকম পূর্বশর্ত দিয়ে সংলাপ হবে না: রব

সংলাপ সফল করতে হলে খোলামেলা আলোচনা করতে হবে। কোনরকম পূর্বশর্ত দিয়ে সংলাপ হবে না বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র আ স ম আব্দুর রব।

বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জেএসডি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় জাতীয় ঐক্য ফ্রন্টের অন্যতম নেতা নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন: সংলাপের আগে বেড়াজাল দিলে সংলাপ সফল হবে না। ৭ দফা দাবি নিয়েই আলোাচনা হবে। আগেই সংবিধানের দোহাই দিলে সংলাপ সফল হবে না, জনগণের স্বার্থে সংবিধান পরিবর্তন করা যাবে।

আলোচনা সভায় ব্যারিস্টার মওদুদ বলেন: যতদিন ৭ দফা দাবি আদায় হবে না ততদিন এই আন্দোলন চলবে আর এই আন্দোলনে নেতৃত্ব দেবেন ড. কামাল।

‘সংলাপ আহবান করার পরও বিএনপিকে ধ্বংস করার কাজ করে যাচ্ছে। বেগম জিয়ার দুটি রায় হয়েছে, আমরা প্রত্যাখ্যান করছি। এই সংলাপ কতটুকু আন্তরিক এ নিয়ে সংশয় রয়েছে। আশা করি প্রধানমন্ত্রী সংলাপ সফল করে একটি সুষ্ঠু সমাধানের পথ বের করবেন।’

জেএসডির আলোচনা সভায় উপস্থিত ছিলেন আ স ম আব্দুর রব, মির্জা ফখরুল, খন্দকার মোশাররফ হোসেন, ড. কামালসহ জাতীয় ঐক্য ফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দ।