প্রচ্ছদ আর্ন্তজাতিক কেন পরমাণু অস্ত্র ব্যবহার করবে রাশিয়া, জানালেন পুতিন

কেন পরমাণু অস্ত্র ব্যবহার করবে রাশিয়া, জানালেন পুতিন

যে কোন হামলার শিকার হলেই কেবল পরমাণু অস্ত্র ব্যবহার করবে রাশিয়া। এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। পুতিনের সাফ বক্তব্য, রাশিয়াকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে এই বিষয়ে নিশ্চিত হতে পারব। আর নিশ্চিত হওয়ার পরই পাল্টা হামলা চালাব।

তিনি আরও বলেন, আমরা তখনই কেবল পাল্টা হামলা চালানোর সময় পরমাণু অস্ত্র ব্যবহার করব যখন আমরা দেখব রাশিয়ার দিকে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ছুটে আসছে। রাশিয়ার সোচিতে ইন্টারন্যাশনাল পলিসি ফোরামে দাঁড়িয়ে এমনটাই মন্তব্য করেন পুতিন।

পুতিন আরও বলেছেন, শত্রুপক্ষের শক্তির জানা উচিৎ রুশ ভূখণ্ডে হামলা চালালে নিশ্চিতভাবে এর জবাব দেওয়া হবে। শুধু তাই নয়, তা যে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে তাও কার্যত নিশ্চিত হওয়ার প্রয়োজন রয়েছে।

সুপারসনিক ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে তার দেশের সাফল্যের প্রশংসা করেন রুশ প্রেসিডেন্ট। তিনি এই সম্পর্কে বলেছেন, অন্য দেশগুলো যেখানে আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে সুপারসনিক অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে সেখানে আমরা এরইমধ্যে তা সম্পন্ন করে ফেলেছি।