প্রচ্ছদ সারাদেশ খুলনা বিভাগ কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

সুজন কুমার কর্মকার, কুষ্টিয়া ॥ কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে, যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। ১৪ ডিসেম্বর সকাল ৯ টায় জেলা প্রশাসনের পক্ষে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন। এরপর শহীদদের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে ১মিটির নিরবতা পালন করা হয়। এ উপলক্ষে কুষ্টিয়া কালেক্টরেট চত্ত্বরে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন। তিনি বলেন, নতুন প্রজন্মকে সাথে নিয়ে সুখি-সমৃদ্ধিশালী বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করতে চাই। এছাড়াও বক্তব্য রাখেন লেখক-কলামিস্ট শেখ গিয়াস উদ্দিন আহমেদ মিন্টু, জেলা সিনিয়র তথ্য অফিসার তৌহিদুজ্জামান, কুষ্টিয়া কোর্টের জিপি এ্যাডঃ আখতারুজ্জামান মাসুম, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা হাজী রফিকুল আলম টুকু, আবু তৈয়ব প্রমুখ।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আজাদ জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক তরফদার সোহেল রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ওবায়দুর রহমান, এনডিসি এম.এ. মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (আইসিটি) এ.বি.এম আরিফুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান, কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মৃনাল কান্তি সাহা সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের উর্দ্ধতন কর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।