প্রচ্ছদ সারাদেশ খুলনা বিভাগ কুষ্টিয়ায় পিয়াস হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় পিয়াস হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

সুজন কুমার কর্মকার, কুষ্টিয়া : কুষ্টিয়ায় কলেজ ছাত্রলীগ নেতা শাহরুখ খান পিয়াস হত্যা মামলার রায়ে ১ জনের মৃত্যুদণ্ড ও ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্মামী এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। পিয়াস কুষ্টিয়া সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলো।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১০ জুলাই কুষ্টিযা শহরের হরিশংকরপুর মকছেদ শাহ সড়কের বাসিন্দা ছাত্রলীগ নেতা শাহরুখ খান পিয়াসকে প্রকাশ্যে দিবালকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পিয়াসের পিতা আবুল কালাম আজাদ বাদি হয়ে ওই দিনই কুষ্টিয়া সদর থানায় ৩ জনকে আসামী একটি মামলা করেন। আসামীরা হলেন সদর উপজেলার মোল্লাতেঘরিয়া এলাকার মৃত কাশেম মোল্লার ছেলে টুটুল হোসেন, লাহিনী ক্যানেলপাড়ার আব্দুল হামিদের ছেলে আশরাফুল ইসলাম ও জুগিয়া এলাকার মোশরফ হোসেন। এ মামলার রায়ে আসামী টুটুল হোসেনকে মৃত্যুদণ্ড এবং অপর দুই আসামী আশরাফুল ইসলাম ও মোশারফ হোসেনকে যাবজ্জীন কারারদণ্ড দেন আদালত। এ রায়ে নিহত পিয়াসের পরিবার সন্তুষ্টি প্রকাশ করেছে।