প্রচ্ছদ সারাদেশ খুলনা বিভাগ কুষ্টিয়ায় অপহৃত স্কুল ছাত্র দেব দত্তকে উদ্ধারের দাবিতে মানববন্ধন

কুষ্টিয়ায় অপহৃত স্কুল ছাত্র দেব দত্তকে উদ্ধারের দাবিতে মানববন্ধন

সুজন কুমার কর্মকার, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্র দেব দত্ত (৯) কে উদ্ধারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে এ কর্মসূচী পালিত হয়। বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া শহরের শ্রীশ্রী গোপীনাথ জিউর মন্দির’র সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নরেন্দ্রনাথ সাহা। বক্তব্য রাখেন পি.পি এ্যাডঃ অনুপ কুমার নন্দী, এ্যাডঃ সুধীর শর্মা, এ্যাডঃ জয়দেব বিশ্বাস, অসিত সিংহ রায়, গণেশ জোয়ার্দ্দার, এ্যাডঃ শীলা বসু প্রমুখ। আগামী তিনদিনের মধ্যে প্রশাসন অপহৃত স্কুল ছাত্রকে উদ্ধার করতে না পারলে কঠোর কর্মসূচীর ঘোষনা দেয়া হবে বলে জানান নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ০৮ জুন শনিবার সকাল সাড়ে ৭টার দিকে দেব প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর উপজেলার চিথলিয়া ইউনিয়নের চিথলিয়া গ্রাম থেকে দুইজন মোটরসাইকেল আরোহী রাস্তা থেকে দেবকে তুলে নিয়ে যায়। এরপর ঐদিন বিকেলে দেব দত্তের বাবা পবিত্র দত্তের ফোনে অপহরনকারীরা ফোন করে অর্ধকোটি টাকা মুক্তপণ দাবি করে।