প্রচ্ছদ জাতীয় কুমিল্লা জজ কোর্ট পরিদর্শন করলেন ৫ বিচারপতি

কুমিল্লা জজ কোর্ট পরিদর্শন করলেন ৫ বিচারপতি

শিশু অধিকারসম্পর্কিত সুপ্রিম কোর্টের বিশেষ কমিটির পাঁচ সদস্যের একটি দল কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের শিশু আদালত পরিদর্শন করেছেন।

শুক্রবার সকালে বিশেষ কমিটির সভাপতি ও আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী দলটির নেতৃত্ব দেন।

পরিদর্শন শেষে দলটি জেলা জজশিপ ও ম্যাজিস্ট্রেটশিপের বিচারকদের সাথে মতবিনিময় করেন। এতে সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা ও দায়রা জজ কে এম শামছুল আলম।

প্রধান অতিথির বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের বিশেষ কমিটির সভাপতি ও আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী।

এ সময় সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা, ডেপুটি রেজিস্ট্রার, সমাজসেবা অধিদপ্তরের পরিচালক, আইন মন্ত্রণালয়ের প্রতিনিধি ও ইউনিসেফ প্রতিনিধি উপস্থিত ছিলেন।

পাঁচ সদস্যের বিচারপতি দলের অন্যান্যরা হলেন- বিচারপতি নাঈমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরী।

এ ছাড়া দলটি কুমিল্লা নগীরর সংরাইশ সরকারি শিশু পরিবার এবং কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পরিদর্শন করে।