প্রচ্ছদ শিক্ষাঙ্গন কুবিতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষার্থীকে ছাত্রলীগ নেতাদের মারধর

কুবিতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষার্থীকে ছাত্রলীগ নেতাদের মারধর

ইভটিজিং এর প্রতিবাদ করায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে বেধড়ক মারধর করেছে শাখা ছাত্রলীগের দুই নেতা। বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল তলায় এ ঘটনা ঘটে।

এদিকে অভিযুক্ত শিক্ষার্থী বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে লিখিত অভিযোগে নিরাপত্তা চেয়ে ৭২ ঘণ্টার মধ্যে বিচারের দাবি জানিয়েছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার রাত ৮ টায় বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল তলায় নৃবিজ্ঞান বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী শরিফুল ইসলাম এবং প্রত্নতত্ব বিভাগের ১১তম ব্যাচের এক ছাত্রীকে ডেকে নিয়ে যান বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান বিদ্যুৎ এবং যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব হাসান হিমেল। এক পর্যায়ে তারা রেশমীকে ইভটিজিং করার চেষ্টা করলে শরিফুল বাধা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে শরিফকে বেধড়ক মারধর করেন শাখা ছাত্রলীগের এ দুই নেতা। এতে শরিফের কপালের একাংশ ফেটে যায় এবং রক্ত বের হতে থাকে। মারধর থেকে বাঁচতে দৌড়ে ক্যাম্পাস গেটে গেলে সেখানে অবস্থানরত শিক্ষার্থীরা গুরুতর আহত শরিফকে পার্শ্ববর্তী একটি মেডিকেল সেন্টারে নিয়ে যায়।
জানা যায়, ইভটিজিংয়ের শিকার ঐ ছাত্রী নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের সক্রিয় ছাত্রলীগকর্মী। মারধরের শিকার শরিফ জানান, ‘হিমেল আমার এক ব্যাচ জুনিয়র। তাকে আমি ঠিকভাবে চিনিও না। বিদ্যুৎ ভাই আমাদের ডেকে নিয়ে যাওয়াতে আমরা তার সাথে যাই। এর পরে হিমেল আমার সাথে থাকা প্রত্নতত্ব বিভাগের ওই ছাত্রীর সাথে অসদাচরণ করতে চাইলে আমি বাধা দেই। এতে হিমেল আমার উপর আক্রমণ করে। একজন সিনিয়র হয়ে জুনিয়রের হাতে মার খাওয়া লজ্জার। আমি অভিযুক্তদের বিরুদ্ধে প্রক্টর বরাবর লিখিত দিয়েছি। ৭২ ঘণ্টার ভিতরে শাস্তি দাবি করছি।’

অভিযুক্ত হাসান বিদ্যুৎ বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন। আমি তাকে বাঁচানোর চেষ্টা করি এবং ঐ ছাত্রী ঘটনাস্থল থেকে একটু দূরে ছিল। তাকে আমি কিভাবে ইভটিজিং করবো? আমি তো তাকে বাঁচাতে চেয়েছি।’ কিন্তু বিদ্যুৎ কিছুক্ষণ পরে ফোন দিয়ে মারধর করার বিষয়টি স্বীকার করে বলেন, ‘শরিফ শিবির করে তাই আমরা ২জন মিলে তাকে মারধর করেছি।’ এদিকে একাধিকবার ফোনে চেষ্টা করা হলেও অভিযুক্ত হিমেলের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘মারধরের পর আমি ছেলেটিকে দেখে প্রাথমিক চিকিৎসার খরচের ব্যাবস্থা করেছি। এ বিষয়টি নিয়ে সাংগঠনিকভাবে ব্যবস্থা নিব। কিন্তু ইভটিজিংয়ের বিষয়টি সম্পর্কে আমি জানি না।’

অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে পরবর্তীতে প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নিব।’