প্রচ্ছদ আজকের সেরা সংবাদ কাশোগির ভাগ্যে কী ঘটেছে দ্রুত বিশ্বকে জানাবো: এরদোগান

কাশোগির ভাগ্যে কী ঘটেছে দ্রুত বিশ্বকে জানাবো: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, সৌদি সাংবাদিক জামাল কাশোগির ভাগ্যে যাই ঘটুক, সত্য বলতে দ্বিধা করবে না তুরস্ক। আল-জাজিরা।

রবিবার এরদোগান বলেন, তুর্কি কর্তৃপক্ষ ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটের সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। কাশোগি নিঁখোজ হওয়ার সময় সৌদি আরব থেকে তুরস্কে কারা এসে চলে গিয়েছিল তাও তদন্ত করা হচ্ছে।

এরদোগান বলেন, ‘তদন্তের ফলাফল যাই আসুক আমরা বিশ্বকে তা জানাবো। আল্লাহ না করুক, এমন কোন পরিস্থিতি যেন আমাদের মোকাবেলা করতে না হয়, যা আমরা চাইনি।’

তবে জামাল কাশোগির ভাগ্যে কী ঘটেছে তা নিয়ে এখনও আশাবাদি এরদোগান। তিনি বলেন, ‘আমাদের দুর্ভাগ্য হলো এমন একটি ঘটনা আমাদের দেশে ঘটেছে।’

ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশে পর বৃহস্পতিবার নিখোঁজ হন স্বেচ্ছা-নির্বাসিত সৌদি সাংবাদিক জামাল কাশোগি। মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্টে নিয়মিত কলাম লিখতেন তিনি।

শনিবার তুরস্ক জানায়, কনস্যুলেটের ভেতরে ঢোকার পর জামাল কাশোগিকে খুন করা হতে পারে। তবে এ অভিযোগ অমূলক বলে দাবি করেছে সৌদি আরব।