প্রচ্ছদ অন্যরকম কাপড়বিহীন পোশাক! দেখুন ছবিতে…

কাপড়বিহীন পোশাক! দেখুন ছবিতে…

আপনি চোখে দেখছেন একজন মানুষ সুন্দর রঙ-বেরঙের পোশাক পরে আছে। যখনই ভালো করে খেয়াল করবেন অথবা ছুঁয়ে দেখবেন তখনই অবাক হবেন! কারণ মানুষটির গায়ে আপনি যেটা দেখছেন সেটা আসলে কোনো পোশাকই নয়। সেটা চিত্রশিল্পী জেন শেডেলের তুলির কারুকাজ। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছুই নেই, আপনি যদি আপনার পছন্দের পোশাকটি কোথাও খুঁজে না পান তাহলে জেন শেডেলকে দিয়ে আঁকিয়ে নিতে পারেন।

এই শিল্পী তার তুলির কাজকে এতটাই নিখুঁত করে তুলেছেন যে, শরীরে পোশাক আঁকার পর মডেলরা রাস্তা-ঘাটে সাবলীলভাবে হাঁটাচলা করার পরও না বলে দেয়ার আগ পর্যন্ত কেউ বুঝতেই পারছে না যে এটা শিল্পীর তুলির আঁকা পোশাক।

আসুন তাহলে আজ আমরা শিল্পী জেন শেডেলের তুলির আঁকা এমন অনেকগুলো পোশাক দেখব ছবিতে ছবিতে। দেখতে দেখতে যদি আপনার কোনোটা পছন্দ হয়ে যায় তাহলে আপনিও হয়ে যেতে পারেন এই শিল্পীর মডেল।

১. ফরমাল হোক বা ক্যাজুয়াল বা ইউনিফর্ম যেকোনো পোশাকেই আপনি চমকে যাবেন যদি আসল ভেবে থাকেন।

২. কি চিন্তা করছেন আপনার বিয়ের পোশাকটি কী কিনে নিবেন, তৈরি করবেন নাকি আঁকিয়ে নিবেন?

৩. শুধু আপনি কেন, আপনার বরের পোশাকটিও আপনার সাথে মিলিয়ে আঁকিয়ে তৈরি করে নিতে পারেন।

৪. মডেলিং ফটোগ্রাফি করবেন ভাবছেন? তাহলে একটি কালারফুল পোশাক তো চাই, নাকি?

৫. আপনার পছন্দের মডেলকে আপনি চাইলেই কপি করতে পারেন।

৬. জেন শেডেল ও তার কীর্তির দল।

৭. ট্যাংটপ কি আপনার পছন্দের পোশাক?

৮. বডি পেইন্ট পোশাক থেকে বক্সাররা কেন পিছিয়ে থাকবে বলুন?

৯. পিংক পার্টি ড্রেস, যদি আপনার পছন্দ হয়ে থাকে কালেকশনে রাখতে পারেন।

১০. পেছনে জেন শেডেলের ক্যানভাস। আর সামনে তার বডি পেইন্ট।

১১. কিটি পার্টির জন্যও তো একটা ড্রেস থাকা চাই নাকি?

১২. পার্টিতে যদি ড্রেসকোড ম্যাচিং করে যেতে হয় তাহলেও চিন্তার কিছু নেই। জেন তো রয়েছেই।

১৩. এবারের ক্রিসমাস পার্টি ড্রেসটি আঁকিয়ে নিলে কেমন হয়?

১৪. আবারো জেন শেডেল ও তার বডি পেইন্টের মডেলরা।

১৫. আঁকিয়ে নিতে চান নাকি একটি কর্পোরেট ড্রেস?

১৬. জেন শেডেল ও তার দলের কাজকর্ম।

তথ্য সূত্র : ব্রাইডসাইড