প্রচ্ছদ রাজনীতি ‘কথা রাখার সংস্কৃতি ফিরিয়েছেন শেখ হাসিনা’

‘কথা রাখার সংস্কৃতি ফিরিয়েছেন শেখ হাসিনা’

কথা দিয়ে কথা রাখার রাজনৈতিক সংস্কৃতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরিয়ে এনেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনি বলেছিলেন এই মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবে। এও বলেছিলেন, বিচার হবে বঙ্গবন্ধুর ঘৃণিত খুনিদের। আপনি কথা রেখেছেন।’

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশে দলের সভাপতিকে দেওয়া অভিনন্দনপত্রে তিনি এই বিষয়টি উল্লেখ করেন। প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার আগে তিনি অভিনন্দনপত্রটি পড়ে শোনান।

সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আপনার (শেখ হাসিনা) আলোকসঞ্চারী দূরদৃষ্টিসম্পন্ন সৎ সাহসী নেতৃত্বের বিভায় উদ্ভাসিত আজ বাংলাদেশ। জনগণ তাদের রায়ের মধ্য দিয়ে প্রমাণ দিয়েছেন তারা স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশের পক্ষে। মুক্তিযুদ্ধের চেতনা অবিনাশী-চিরভাস্বর।’

শেখ হাসিনাকে অভিবাদন জানিয়ে কাদের বলেন, ‘মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে আপনি কতবার গেয়েছেন জীবনের জয়গান। ধ্বংসস্তুপের ওপর দাঁড়িয়ে আপনি বার বার উড়িয়েছেন সৃষ্টির পতাকা। সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশকে আপনি সেই উচ্চতায় নিয়ে গেছেন যা আজ বিশ্বের বিস্ময়।’

তিনি বলেন, ‘আগামী প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ দেশ নির্মাণের ব্রত নিয়ে- সতর্ক প্রহরীর মতো আপনি জেগে থাকেন বলে বাংলাদেশ নিশ্চিন্তে ঘুমাতে পারে।’

প্রধানমন্ত্রীর প্রজ্ঞাবান নেতৃত্বের গুণের কথা উল্লেখ করে সেতু মন্ত্রী বলেন, “মৃত্যুর মুখে পতিত দশ লক্ষের অধিক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে আপনি আজ ‘মাদার অব হিউম্যানিটি’ উপাধিতে ভূষিত।”

কাদের বলেন, ‘বাংলাদেশকে আরও একটি নতুন শতাব্দীর উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে আপনার (শেখ হাসিনা) গৃহীত ডেল্টা প্ল্যান নতুন প্রজন্মকে আত্মবিশ্বাসী করেছে।’