প্রচ্ছদ আজকের সেরা সংবাদ ‘ওবায়দুল কাদের চোখ খুলছেন কিন্তু ক্রিটিক্যাল অবস্থায়’

‘ওবায়দুল কাদের চোখ খুলছেন কিন্তু ক্রিটিক্যাল অবস্থায়’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চোখ খুলছেন, কথা বলছেন কিন্তু ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আজ রবিবার বিকালে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের মিল্টন হলে এক ব্রিফিংয়ে এসব কথা জানানো হয়।

এ সময় কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসান, অধ্যাপক ডা. অসীত বরণ অধিকারী উপস্থিত ছিলেন।

হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সভাপতি সৈয়দ আলী আহসান বলেন, ‘ওবায়দুল কাদের চোখ খুলছেন। কথা বলার চেষ্টা করছেন। পাও নাড়িয়েছেন।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওবায়দুল কাদেরের অবস্থা ক্রিটিক্যাল। ২৪ থেকে ৭২ ঘণ্টা না গেলে কিছুই বলা যাবে না।

কনক কান্তি বড়ুয়া আরও বলেন, ‘আপনারা সকলকে জানিয়ে দেন, আমরা যেন নিরিবিলি তার চিকিৎসা করতে পারি। কেউ যেন ভিড় না করেন।’

ওবায়দুল কাদের সাড়া দিচ্ছেন কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ডাক দিলে তিনি মিটমিট করে তাকিয়েছেন। রাষ্ট্রপতি ডাক দিলে বড় চোখ করে তাকিয়েছেন ওবায়দুল কাদের।’

‘মোহাম্মদ নাসিম যখন তাকে ডাকেন তখনও তিনি চোখ খুলে কথা বলার চেষ্টা করেন।’ এক প্রশ্নের জবাবে আলী আহসান বলেন, ‘তার বর্তমানে শারীরিক যে অবস্থা তাতে তাকে বিদেশে নেয়ার মতো পরিস্থিতি নেই। তবে এয়ার অ্যাম্বুলেন্সে যদি প্রয়োজনীয় প্রযুক্তি ও বিশেষজ্ঞ চিকিৎসক থাকেন, তাহলে আমরা অ্যালাও করতে পারি।’

‘বিদেশে নেয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর দফতর দেখছে’ বলেও উল্লেখ করেন তিনি।