প্রচ্ছদ খেলাধুলা এমবাপ্পে মেসির মতোই!

এমবাপ্পে মেসির মতোই!

বলতে গেলে একাই আর্জেন্টিনাকে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় করে দিয়েছেন ফ্রান্সের তরুণ তারকা কিলিয়ান এমবাপ্পে। আর্জেন্টিনাকে দেওয়া চার গোলের দুটিই আসে তার পা থেকে। এমন খেলোয়াড়কে নিয়ে জয়জয়কার হবে সেটাই স্বাভাবিক। এমনকি প্রতিপক্ষরাও তাকে সমীহ করেই চলছেন।

সেমিফাইনালের প্রথম ম্যাচে মাঠে নামার আগে প্রতিপক্ষ বেলজিয়ামের নাসের শাদলিও ১৯ বছর বয়সি এমবাপ্পেকে প্রসংশায় ভাসালেন।

তার মতে, একজন পরিপূর্ণ ফুটবলার হয়ে উঠছেন এমবাপ্পে, ঠিক আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির মতো। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১২টায় ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে শাদলি বলেন, এমন বয়সে এমবাপ্পের যা করছে, কাউকে তেমন কিছু করতে দেখিনি আমি। কেবলমাত্র মেসিই সম্ভবত এমন ব্যতিক্রম ছিল। সে খুবই গতিসম্পন্ন একজন খেলোয়াড়। দারুণ মানের ও অসাধারণ একজন ফুটবলার। তার মধ্যে পরিপূর্ণতা এসে যাচ্ছে।

শুধু এমবাপ্পের প্রশংসা করেই থেমে যাননি শাদলি। জানিয়ে দিয়েছেন, প্রতিপক্ষ হিসেবে ফ্রান্সকে ভয় পাচ্ছেন না তারা। ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী দল প্রসঙ্গে তিনি বলেন, আমরা সবাইকে শ্রদ্ধা করি। তাই বলে আমরা কিন্তু ফ্রান্সের ভয়ে নেই। ভয় পেলে তো ফ্রান্সকে হারাতে পারব না। তাদের বিপক্ষে ম্যাচটি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ।