প্রচ্ছদ সারাদেশ চট্টগ্রাম বিভাগ এমপি বদির গাড়িতে গুলিবর্ষণ!

এমপি বদির গাড়িতে গুলিবর্ষণ!

কক্সবাজারের টেকনাফে সংসদ সদস্য (এমপি) আব্দুর রহমান বদিকে বহনকারী গাড়িতে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে বলে দাবি করা হয়েছে। এতে গাড়িটির পেছনের কাঁচ ভেঙে গেলেও কেউ হতাহত হননি।

সাংসদ বদির দাবি, চলন্ত অবস্থায় গাড়িটি লক্ষ্য করে গুলি করা হয়েছে। অন্ধকারে কীভাবে গুলি চালানো হল তা তিনি বুঝে উঠতে পারেননি। ভাগ্যক্রমে তিনি বেঁচে গেছেন।

এ ঘটনায় টেকনাফের এক বিএনপি নেতার শ্বশুর বাড়ির লোকজন জড়িত বলেও দাবি করেন সাংসদ।

পুলিশ জানিয়েছে, হামলার ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে হামলাটি গুলি করে নাকি ঢিল ছুঁড়ে করা হয়েছে, পুলিশ তা খতিয়ে দেখছে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শহীদ এ টি এম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া ব্রিজসংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন।

তিনি বলেন, ‘স্থানীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদি কক্সবাজার শহরে জেলা আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি প্রয়াত অ্যাডভোকেট এ কে আহমদ হোসেনের কুলখানি শেষে ব্যক্তিগত গাড়িতে করে টেকনাফ ফিরছিলেন। হোয়াইক্যং কাঞ্জরপাড়া ব্রিজসংলগ্ন এলাকায় পৌঁছলে অন্ধকারে পেছন থেকে চলন্ত গাড়িটি লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলায় গাড়ির পেছনের কাঁচ ভেঙে গেছে। এ সময় গাড়িতে সাংসদ বদির সঙ্গে থাকা টেকনাফ পৌরসভার প্রাক্তন কাউন্সিলার ফরিদ আলমসহ চালক অক্ষত আছেন।’

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘সাংসদ বদি গাড়িতে গুলি করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

সাংসদ আব্দুর রহমান বদি বলেন, ‘আমাকে বহনকারী গাড়িটি হোয়াইক্যং কাঞ্জরপাড়া ব্রিজসংলগ্ন এলাকায় পৌঁছলে অন্ধকারে পেছন থেকে গুলি ছোঁড়া হয়। এতে চলন্ত অবস্থায় থাকা গাড়িটির পিছনের কাঁচ ভেঙে গেলেও আমরা ভাগ্যক্রমে বেঁচে যাই।’

তিনি বলেন, ‘সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টেকনাফ উপজেলা বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ ঘোলাটে পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন। এ নিয়ে নানা অপতৎপরতা তিনি অব্যাহত রেখেছেন।’

সাংসদ বদি বলেন, ‘ঘটনাস্থল কাঞ্জরপাড়ায় বিএনপি নেতা মো. আব্দুল্লাহর শ্বশুর বাড়ি। একেবারে ঘটনাস্থলের পাশেই তার এক শ্যালকের বসতবাড়ি।’

সাংসদ বদি দাবি করে বলেন, ‘হামলাকারীরা আব্দুল্লাহর শ্যালকের বাড়িটিতে অবস্থান করেই এ ঘটনা ঘটিয়েছে। আব্দুল্লাহর শ্বশুর বাড়ির লোকজন জড়িত না থাকলে ওই এলাকায় অন্য কেউ হামলা চালানোর সাহস করতো না।’

এ ঘটনায় মামলার করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান বদি।

হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ। এ সময় তিনি ঘটনার ব্যাপারে সাংসদ বদির কাছে খোঁজখবর নেন।

অন্ধকার পথে গাড়িটি লক্ষ্য করে কী ধরনের হামলা চালানো হয়েছে, তা নিশ্চিত হতে পুলিশ তদন্ত করছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন।

তিনি জানান, তবে কে বা কারা, কী কারণে এ হামলা চালিয়েছে তা পুলিশ এখনো নিশ্চিত নয়।