প্রচ্ছদ আর্ন্তজাতিক এবার পাকিস্তানের ভেঙে পড়া ‘এফ-১৬’র ছবি প্রকাশ্যে এনেছে ভারত

এবার পাকিস্তানের ভেঙে পড়া ‘এফ-১৬’র ছবি প্রকাশ্যে এনেছে ভারত

কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনার পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুই দেশের রাজনীতিবিদদের হুমকি-ধামকি ও স্বপক্ষের কৃতিত্ব ও বিপক্ষের ক্ষতিগ্রস্ত হওয়ার দাবির মধ্যে মঙ্গলবার উভয় দেশ একে অপরের বিমান ভূপাতিত করার দাবি করেছে। ভারত নিজেদের একটি মিগ-২১ বিমান হারানোর কথা স্বীকার করলেও পাকিস্তানের পক্ষ থেকে এখনও কোনো ক্ষতির কথা স্বীকার করা হয়নি।

তবে নিজেদের দাবির প্রমাণ দিতে এবার ‘পাকিস্তানের বিমানের’ ধ্বংসাবশেষ প্রকাশ্যে এনেছে ভারত। দেশটির সংবাদ সংস্থা এএনআই বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) এক টুইটে এফ-১৬ একটি যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ছবি শেয়ার করেছে। দাবি করা হচ্ছে, ভারতীয় বিমান বাহিনীর তাড়া খেয়ে পাকিস্তানের ওই বিমানটি ভেঙে পড়ে।

ওই ছবিতে দেখা যাচ্ছে, পাকিস্তানের সেনাবাহিনীর একাধিক কর্মকর্তা রয়েছেন ওই ছবিতে। এছাড়া ওই কর্মকর্তাদের মধ্যে পাকিস্তানের ৭, নর্দান লাইট ইনফ্যান্ট্রির কমান্ডিং অফিসারও রয়েছেন বলে দাবি সংবাদ সংস্থাটির।