প্রচ্ছদ রাজনীতি এদেশে আর তত্ত্বাবধায়ক আসবে না: নাসিম

এদেশে আর তত্ত্বাবধায়ক আসবে না: নাসিম

এদেশে আর তত্ত্বাবধায়ক সরকার আসবে না মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনার অধীনে হবে।

রোববার জামালপুরে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে।

“সম্প্রতি তারা শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনে একটি লাশ চেয়েছিল; কিন্তু তাদের সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।

“নির্বাচন হবে শেখ হাসিনার অধীনেই। এ দেশে আর কোনো তত্ত্বাবধায়ক আসবে না, কারণ তত্ত্বাবধায়ক ক্রসফায়ারে মারা গেছে।”

ডিসেম্বরে জাতীয় নির্বাচনের ফাইনাল খেলায় অংশ নিতে তিনি বিএনপির প্রতি আহবান জানান এবং ফাউল না খেলার জন্য সতর্ক করে দেন।

দুর্নীতির দায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জেলে থাকলেও তার দলের নেতারা নাকে ঘি দিয়ে ঘুমাচ্ছেন বলে মন্তব্য করেন নাসিম।

দুপুরে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা প্রশাসন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন নাসিম।

আগামী নির্বাচনের আগেই দেশে আরও পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি চিকিৎসকদেরকে জেলা, উপজেলা ও গ্রামে থেকে মানুষের সেবা করার আহ্বান জানান।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শুভাষ চন্দ্র সরকার, জামালপুরের সিভিল সার্জন গৌতম রায়, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মুরাদ হাসান, সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ প্রমুখ।