প্রচ্ছদ সারাদেশ ঢাকা বিভাগ একাদশ শ্রেণির শিক্ষার্থী লিজা হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

একাদশ শ্রেণির শিক্ষার্থী লিজা হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

মোঃ আতাউল গনি গাজীপুর সদর প্রতিনিধি: কোনাবাড়ী ক্যামব্রিজ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী শারমিন আক্তার লিজা (১৭) হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার  সকালে কোনাবাড়ী  টাঙ্গাইল রোডে  মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
এসময় শিক্ষার্থীরা ‘নারীর প্রতি সহিংসতা বন্ধ হোক’, ‘শারমিন আক্তার লিজা হত্যাকারী মোস্তাকিম রহমান রাজু (১৮) ফাঁসি চাই’সহ বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে নারী নির্যাতনের বিরুদ্ধে  প্রতিবাদ করেন। মানববন্ধনে শিক্ষার্থীরা বাংলাদেশে নারী সমাজের ওপর বিভিন্ন নির্যাতনের ঘটনা তুলে ধরেন এবং লিজা’র হত্যাকারী মোস্তাকিম রহমান রাজুর ফাঁসি দাবি করে।
মানববন্ধনে বক্তারা বলেন, এমন সময়ে আমরা কথা বলছি যখন নারীরা শিক্ষাঙ্গনেও নিরাপদ নয়। কিন্তু বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে কাজ করছে। ঠিক তখনই নারীর ওপর আক্রমণ কিংবা নির্যাতন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে, যা দুঃখজনক। আমরা বলতে চাই, শারমিন আক্তার লিজা হত্যার ঘটনায়  জড়িত মোস্তাকিম রাজু(১৮) দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।