প্রচ্ছদ শিক্ষাঙ্গন একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম তালিকা প্রকাশ

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম তালিকা প্রকাশ

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম মনোনীতদের তালিকা প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। ১২ লাখ ৩৮ হাজার ২৫২ জনকে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীত করে শনিবার রাতে এই তালিকা প্রকাশ করা হয়।

ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. হারুন-আর-রশিদ গণমাধ্যমকে জানান, আবেদনকারীদের মধ্যে ৯৪ শতাংশ শিক্ষার্থী প্রথম তালিকায় স্থান পেয়েছেন, আগামী ২১ জুন দ্বিতীয় এবং ২৫ জুন তৃতীয় তালিকা প্রকাশ করা হবে। সবাই ভর্তির জন্য কলেজ পাবেন। ১৯ ও ২০ জুন ফের আবেদন করা যাবে।

উল্লেখ্য, মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ শিক্ষার্থী পাস করেছেন।