প্রচ্ছদ রাজনীতি নির্বাচন একতরফা নির্বাচন করতে চাই না: ওবায়দুল

একতরফা নির্বাচন করতে চাই না: ওবায়দুল

আওয়ামী লীগ একতরফা অবস্থা তৈরি করে নির্বাচন করতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

৩ ডিসেম্বর, সোমবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল বলেন, ‘আমরা চেষ্টা করব কোনোভাবে যেন লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট না হয়। কোনো অবস্থাতেই একতরফা অবস্থা তৈরি করে আওয়ামী লীগ নির্বাচন করতে চায় না। প্রধানমন্ত্রী কোনোভাবেই ফাঁকা মাঠে গোল দিতে চায় না।’

বিরোধী জোটের অনেক হেভিওয়েট প্রার্থীসহ বিপুল পরিমাণ প্রার্থীর মনোনয়ন বাতিল বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘আমরা একটি বিশ্বাসযোগ্য নির্বাচন করতে চাই। গতবার বিএনপি অংশ না নিয়ে যে অবস্থা তৈরি হয়েছিল, সেটা এবার হবে না। কোনো অবস্থাতেই নির্বাচনের পরিবেশ ক্ষুণ্ন হোক, এটা আমরা চাই না।’

অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের তো জনগণের মধ্যেই থাকতে হবে। দলের গুরুত্বপূর্ণ একটি পদে থেকে আমার একটি রেসপসিবিলিটি আছে। এখন এক কথা বলব, আজ থেকে ২৬-২৭ দিন পর যদি এর ব্যত্যয় ঘটে, তখন কী হবে।’