প্রচ্ছদ শিক্ষাঙ্গন উপযুক্ত জ্ঞান ও মানবসম্পদের অভাবে রেমিটেন্স বিদেশে চলে যাচ্ছে

উপযুক্ত জ্ঞান ও মানবসম্পদের অভাবে রেমিটেন্স বিদেশে চলে যাচ্ছে

মাসুদ রানা,জবি প্রতিনিধিঃ বৈশ্বিক অর্থনীতি মূলত মেশিন ও প্রোগ্রামিং নির্ভর হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক কারিকুলাম, শিক্ষা ও টেকনোলজিতে বাংলাদেশ অনুন্নত কিংবা পিছিয়ে থাকার কারনে রেমিটেন্স গুলো বিদেশে চলে যাচ্ছে।
যেখানে উন্নত দেশগুলো স্যাটেলাইট ব্যবহার করে বিভিন্ন বৈদেশিক তথ্য সংগ্রহ করে তাদের পলিসি গুলো নিচ্ছে। যেখানে আমরা শুধুমাত্র মুক্ত বাজার অর্থনীতি নিয়ে পড়ে আছি সেখানে উন্নত দেশগুলো আইসিটি নির্ভর দক্ষ জনশক্তি সেই বিষয়টি উপেক্ষা করে নতুন ট্রেন্ডে চলে যাচ্ছে।
ইনফরমেশন বাউন্ডারি না থাকায় বিশ্ব অর্থনীতি দ্রুত পরিবর্তিত হচ্ছে ফলে আগের আইনগুলো আর ঠিক থাকছেনা আইনগুলোও দ্রুত পরিবর্তিত হয়ে যাচ্ছে।
তাই আমাদের সরকারকে এই বিষয়টিকে মাথায় নিয়ে আঞ্চলিক চুক্তির দিকে এগিয়ে আসতে হবে পাশাপাশি আইসিটি নির্ভর দক্ষ জনশক্তি গড়ে তুলতে এবিষয়ে বিনিয়োগ বাড়াতে হবে।

বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগে ইকোনোমিকস স্টাডি ক্লাব কতৃক ডিজিটাল ইকোনোমি বিষয়ক একটি সেমিনারে  অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক তারেক মোহাম্মদ শামসুল আরেফিন তার বক্তব্যে উল্লেখ করেন।

এসময় প্রফেসর ড. আইনুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ ডিজিটাল ইকোনমিতে প্রবেশ করবে কিন্তু এই বিষয়ে আমাদের দক্ষ জনশক্তি তৈরি না হওয়ায় আমরা এখনো অনেক পিছিয়ে আছি যা আমাদের অর্থনীতির জন্য ও হুমকিস্বরুপ।

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, অধ্যাপক হাবিব রহমান, সোমা ভট্টাচার্য, মাহমুদ হাসান শাহ, প্রভাষক রবিউল করিম ও কোহিনুর আক্তার সহ বিভাগের শিক্ষার্থীগণ।