প্রচ্ছদ বিজ্ঞান ও প্রযুক্তি উদ্যোক্তাদের জন্য প্রতিষ্ঠান তৈরি করছেন জ্যাক মা

উদ্যোক্তাদের জন্য প্রতিষ্ঠান তৈরি করছেন জ্যাক মা

হাজারো প্রযুক্তি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিতে একটি প্রতিষ্ঠান খুলছেন চীনের আলিবাবা গ্রুপের নির্বাহী চেয়ারম্যান জ্যাক মা। গত শনিবার ইন্দোনেশিয়ায় ওই প্রতিষ্ঠান গড়ার পরিকল্পনার কথা জানিয়েছেন ই-কমার্স খাতের এ উদ্যোক্তা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রয়টার্সের খবরে জানানো হয়, ইন্দোনেশিয়া সরকারের ই-কমার্স খাতের পরামর্শক হিসেবে কাজ করেন জ্যাক মা। সেখানে তিনি প্রযুক্তি উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিতে একটি ইনস্টিটিউট গড়বেন। প্রতিষ্ঠানটির নাম হবে ‘জ্যাক মা ইনস্টিটিউট অব এন্ট্রাপ্রেনার্স’। তবে কবে এ কাজে হাত দেবেন, তা প্রকাশ করেননি তিনি। তাঁর পরিকল্পনা হচ্ছে আগামী এক দশকজুড়ে প্রশিক্ষণ পরিচালনা করা, প্রতিবছর ওই প্রতিষ্ঠান থেকে এক হাজার প্রযুক্তি খাতের নেতৃত্ব সৃষ্টি করা।

ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে সম্প্রতি বৈঠক করেছেন জ্যাক মা। এর পাশাপাশি ইন্দোনেশিয়ার সরকারের সঙ্গে পৃথক বৈঠক করেন তিনি। পরে সাংবাদিকদের বলেন, ইন্দোনেশিয়ার তরুণদের শেখার দারুণ সুযোগ দিচ্ছেন তাঁরা। ইন্দোনেশিয়ার উচিত, এখন দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ করা। কারণ, যখন মানুষের অবস্থা পরিবর্তন হবে, তখন তাদের মনে পরিবর্তন আসবে। মানুষের দক্ষতা বাড়লে তারা ডিজিটাল অধ্যায়ে যুক্ত হতে পারবে। ইন্দোনেশিয়ার প্রযুক্তি খাতে প্রশিক্ষিত প্রকৌশলীর ঘাটতি রয়েছে। ইন্দোনেশিয়ায় তাই ক্লাউড কম্পিউটিংসহ নতুন প্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিতে কাজ করবে প্রতিষ্ঠানটি।

আলিবাবার গুরুত্বপূর্ণ বাজার ইন্দোনেশিয়া। প্রতিষ্ঠানটির আলিবাবা ক্লাউড বিভাগ সম্প্রতি দেশটিতে ডেটা সেন্টার স্থাপন করেছে। জ্যাক মা বলেছেন, ইন্দোনেশিয়ায় ই-কমার্সের পাশাপাশি ক্লাউড কম্পিউটিংসহ নানা খাতে বিনিয়োগ করবে আলিবাবা। এ ছাড়া স্থানীয় ব্যবসাকে তুলে আনা হবে।