প্রচ্ছদ আর্ন্তজাতিক উত্তপ্ত যুক্তরাষ্ট্র-চীন, ইরান থেকে তেল কিনবে বেইজিং!

উত্তপ্ত যুক্তরাষ্ট্র-চীন, ইরান থেকে তেল কিনবে বেইজিং!

ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক। আর তারই জের ধরে এবার বেইজিংয়ের সবচেয়ে বড় বেসরকারি তেল কোম্পানি শানমং ডংমিং পেট্রোকেমিক্যাল কোম্পানি যুক্তরাষ্ট্র থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ করে দিল। সংস্থার এই সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ ওয়াশিংটন। কোম্পানির সিদ্ধান্ত, যুক্তরাষ্ট্রের পরিবর্তে ইরান থেকে তেল কেনা হবে। যদিও পুরো বিষয়টি এখনও আলোচনার স্তরে রয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চূনের যখন বাণিজ্য যুদ্ধ চলছে। অন্যদিকে, ইরান থেকে যখন চিনকে তেল কেনা হতে বিরত রাখার চেষ্টা করছে মার্কিন সরকার। এমন অবস্থায় এই সিদ্ধান্ত নিল চীনা সংস্থা। শানমং পেট্রোকেমিক্যাল কোম্পানি তাদের ওয়েবসাইটে ইতিমধ্যে তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। তবে এই বিষয়ে তারা বিস্তারিত জানায়নি।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধের জেরে চীনের বহুসংখ্যক পণ্যের ওপর ব্যাপকমাত্রায় শূল্ক আরোপ করা হয়েছে। জবাবে চীনও মার্কিন পণ্যের ওপর শূল্ক আরোপ করেছে। এবং এর মধ্যে মার্কিন তেল রয়েছে। ফলে চীনা কোম্পানিটি ইরান থেকে তেল কিনে তাদের সরবরাহ ঠিক রাখতে চায়।