প্রচ্ছদ রাজনীতি ইসি সচিব ও ডিএমপি কমিশনারের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আইনি পদক্ষেপ: বিএনপি

ইসি সচিব ও ডিএমপি কমিশনারের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আইনি পদক্ষেপ: বিএনপি

নির্বাচনের আচরণবিধি লঙ্ঘণ, দলীয় নেতাকর্মীদের ভয় ভীতি প্রদর্শন ও সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যেমূলকভাবে ব্যবহারের অভিযোগ এনে নির্বাচন কমিশনে পৃথক পাঁচটি চিঠি দিয়েছে বিএনপি।

একটি চিঠিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের ডেকে নিয়ে ব্রিফ করার অভিযোগ করা হয়েছে।

অন্য একটি চিঠিতে নির্বাচন কমিশনের নির্দেশ দেয়ার পর নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার অভিযোগ করা হয়েছে।

ওই চিঠিতে নির্বাচন কমিশন সচিব, ডিএমপি কমিশনার, সংশ্লিষ্ট জোনের উপ কমিশনার ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (নির্বাচন পরিচালনা-২) এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নিমিত্তে আইনের আশ্রয় নেয়ার কথাও বলা হয় চিঠিতে।

প্রধান নির্বাচন কমিশনার বরাবরে চিঠিগুলো দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে চিঠি নির্বাচন কমিশনে পৌঁছে দেন দলের যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।