প্রচ্ছদ আজকের সেরা সংবাদ ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির কার্যক্রমে সিইসির ক্ষোভ

ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির কার্যক্রমে সিইসির ক্ষোভ

নির্বাচনে ‘ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি’র কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। আজ বুধবার সকাল ১১টার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির সদস্যদের ব্রিফ অনুষ্ঠানের উদ্বোধনীতে তিনি বলেন, এখনো তেমন কোনো দায়িত্ব পালন করেনি এ কমিটি।

সিইসি আরও বলেন, মাঠ পর্যায়ে তদন্ত কমিটি নীরব রয়েছে। কমিটির বিচারকদের নির্বাচনি মাঠে সম্পূর্ণ শক্তি প্রয়োগ করতে হবে। যেকোনো প্রার্থীর অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা নিতে হবে। কমিশনের দেয়া এ দায়িত্ব পালনে তাদের আরও সক্রিয় হতে হবে। ভোটগ্রহণের সময় ভোটারদের থেকে যে কোনো অভিযোগ এলে সেটি সুষ্ঠুভাবে দেখতে হবে।