প্রচ্ছদ আইন আদালত ইন্টারকন্টিনেন্টালে ৪০ টাকার স্প্রাইট ১৬০ টাকা, জবাব চান হাইকোর্ট

ইন্টারকন্টিনেন্টালে ৪০ টাকার স্প্রাইট ১৬০ টাকা, জবাব চান হাইকোর্ট

রাজধানীর ৫ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে ৪০ টাকার টাকার স্প্রাইটের ক্যান কীভাবে ১৬০ টাকা বিক্রি করা হয়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট।

আগামী ১২ মে’র মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে জবাব দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

ভোক্তা অধিকার আইনে করা এক মামলার শুনানিতে রোববার হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের শুনানিতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।এর আগে ৪০ টাকার স্প্রাইটের ক্যান হোটেল ইন্টারকন্টিনেন্টালে কীভাবে চরগুণ বেশি দামে (১৬০ টাকা) বিক্রি হচ্ছে- সেই বিষয়ে প্রতিকার চেয়ে ভোক্তা অধিকার আইনে একজন ভোক্তা মামলা করেন।

ওই মামলার শুনানিতে হাইকোর্ট বলেন, কোন নীতিমালা বা আইনের ভিত্তিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটি নির্ধারিত পণ্যের দাম চারগুণ বেশি রাখে? সেবার ক্ষেত্রে প্রায়ই বেশি দাম রাখার অভিযোগ পাওয়া যায় নামিদামি হোটেলগুলোর বিরুদ্ধে।

এদিকে আদালতের প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি হোটেল কর্তৃপক্ষের আইনজীবী।

এরপর হাইকোর্ট হোটেল ইন্টারকন্টিনেন্টাল কর্তৃপক্ষকে আগামী ১২ মে’র মধ্যে দাম বেশি রাখার বিষয়ে জবাব দেওয়ার নির্দেশ দেন।