প্রচ্ছদ আজকের সেরা সংবাদ আসামীর কাঠগড়ায় দাঁড়ানোর আগেও হাস্যোজ্জ্বল সুচি

আসামীর কাঠগড়ায় দাঁড়ানোর আগেও হাস্যোজ্জ্বল সুচি

জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) আসামীর কাঠগড়ায় দাঁড়াবেন মিয়ানমারের নেত্রী অং সান সুচি। এর আগে রোববার (৮ ডিসেম্বর) তিনি রাজধানী ন্যাপিড’তে বিমানে আরোহণ করে হেগের উদ্দেশ্যে রওনা হন। আসামীর কাঠগড়ায় দাঁড়াবেন এতে তিনি বিন্দুমাত্রও বিচলিত নন। তাকে বিমানে আরোহণের আগে দেখা গেছে কর্মকর্তা পরিবেষ্টিত, হাস্যোজ্জ্বল। রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম সংখ্যাল্যঘুদের বিরুদ্ধে গণহত্যার মামলায় দেশের হয়ে লড়াই করতে তিনি হেগের উদ্দেশ্যে রওনা হন তিনি। রোহিঙ্গা নির্যাতনের সময়ে তিনি ছিলেন একেবারে নীরব। অনেকটা পরে এসে মুখ খুলেছেন। তাতেও তিনি সেনাবাহিনীর পক্ষ নিয়ে কথা বলেছেন, যে সেনাবাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে চালিয়েছে নৃশংসতা।

এর ফলে বাধ্য হয়ে কমপক্ষে ৭ লাখ ৪০ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এ জন্য মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষোভ আকাশচুম্বী। ব্যক্তি অং সান সুচির ভাবমূর্তি নষ্ট হয়েছে। তাকে দেয়া আন্তর্জাতিক বহু স্বীকৃতি, পদক কেড়ে নেয়া হয়েছে। কিন্তু দেশের ভিতর তিনি বেশ জনপ্রিয়তা পেয়েছেন। তিনি দেশ ছাড়ার একদিন আগে ন্যাপিডতে তার সমর্থনে হাজার হাজার মানুষ র‌্যালি করেছে। এতে আরো বলা হয়েছে, ১০ই ডিসেম্বর থেকে তিনদিন অর্থাৎ ১২ই ডিসেম্বর পর্যন্ত আইসিজেতে শুনানি হওয়ার সময়ে বিক্ষোভ প্রতিবাদ আয়োজন করা হয়েছে। নেদারল্যান্ডসের দ্য হেগে গিয়েছেন বেশ কয়েক ডজন সমর্থক। সেখানে তারা সুচির গুণগান করবেন। ওই সমর্থকদের একজন আয়োজক তিন অং থেইন। তিনি ইয়াঙ্গুন বিমানবন্দরে রয়টার্সকে বলেছেন, ‘আমি মা সু’তে বিশ্বাস করি। তাকে ভালবাসি। বিশ্ব সত্য জানুক এটা আমি চাই। ভুয়া খবরের কারণে আমার দেশ মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছে।’ এই তিন দিনের শুনানিতে গাম্বিয়া জাতিসংঘের ১৬ বিচারকের প্যানেলের কাছে আবেদন জানাবে পূর্ণাঙ্গ শুনানি শুরুর আগে রোহিঙ্গাদের রক্ষার জন্য অস্থায়ী একটি পদক্ষেপ নিতে।

ওদিকে হেগে যাত্রার আগে সুচি মিটিং করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে। এতে দুই দেশই শক্তিশালী বন্ধনের প্রত্যয় ঘোষণা করেছে। এ তথ্য দিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বিভাগের উপ মহাপরিচালক ঝাও লিজিয়ান। তিনি রোববার টুইটারে বলেছেন, শক্তিশালী সমর্থন এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতি সহায়তা দেয়ার জন্য চীনের প্রতি ধন্যবাদ জানিয়েছেন অং সান সুচি। এ ছাড়া বিদেশীদের হস্তক্ষেপের বিরুদ্ধে সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন। ধন্যবাদ জানিয়েছে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তা ও সমর্থনের জন্য।