প্রচ্ছদ জাতীয় আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ হচ্ছে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা- খাদ্যমন্ত্রী

আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ হচ্ছে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা- খাদ্যমন্ত্রী

ব্রেলভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ হচ্ছে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা। সেই লক্ষ্যেই জিরো টলারেন্স নীতিতে কাজ করছে সরকার। এজন্য সারা দেশে ৪৬৩টি সংস্থাও কাজ শুরু করেছে বলে জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। সুস্থ সবল জাতি চাই-পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের র‌্যালির উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এসময় মন্ত্রী বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ভেজাল খাদ্য পরিবেশন প্রতিরোধে হোটেল রেস্টুরেন্ট গুলোকে গ্রেডিংয়ের আওতায় আনা হচ্ছে। যা স্ব-স্ব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগন অন্যান্য কর্মকর্তাদের নিয়ে তদারকি করবেন। নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী আরো বলেন, ভেজাল খাদ্য নির্মূলে সরকার কাজ করে যাচ্ছে। তবে এ দায়িত্ব শুধু জন-প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের একার নয়, দায়িত্ব সবার। এজন্য আমাদের নিজেদেরও সচেতন হতে হবে।

র‌্যালী শেষে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে নিরাপদ খাদ্য বিষয়ক এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দীন জলিল জন এমপি, অতিরিক্ত জেলা প্রশাসক মাহাবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল বারী, সিভিল সার্জন ডা. মুমিনুল হক, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রওশন আরা খানম, জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন, নওগাঁ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, চালকল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা প্রমূখ।