প্রচ্ছদ আজকের সেরা সংবাদ আমরা কোনো ক্রসফায়ার করি না : স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা কোনো ক্রসফায়ার করি না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর বিজি প্রেস মাঠে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত মাদকবিরোধী সমাবেশে আজ শনিবার কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশব্যাপী চলমান মাদকবিরোধী অভিযানে এখন পর্যন্ত কোনো ক্রসফায়ারের ঘটনা ঘটেনি। আজ শনিবার দুপুরে রাজধানীর বিজি প্রেস মাঠে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত মাদকবিরোধী এক সমাবেশে এ কথা বলেন তিনি।

আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে গেলে মাদক ব্যবসায়ীরা গুলি ছোঁড়ে, তখন আত্মরক্ষার্থে নিরাপত্তা বাহিনী গুলি করলে অনেক ক্ষেত্রে ব্যবসায়ীরা নিহত হয় দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এসব অপরাধীকে আমাদের নিরাপত্তা বাহিনী প্রতিনিয়ত খুঁজছে। যার কাছাকাছি যায়, সেই অবৈধ অস্ত্র ব্যবহার করে। তখন কী হবে!’

‘আত্মরক্ষার সবারই রাইট রয়েছে। আপনার যেমন রাইট রয়েছে আত্মরক্ষার, আমাদের নিরাপত্তা বাহিনীরও রাইট রয়েছে। এই সমস্ত ঘটনাগুলি সেখান থেকেই হয়। আমরা স্পষ্ট করে বলছি, আমরা কোনো ক্রসফায়ার করি না’, দাবি করেন মন্ত্রী।

মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণের আহ্বান জানান আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘আমরা লিস্ট ধরে বলছি, তোমরা যারা এই ব্যবসা করো, সারেন্ডার করো। আর করবা না বলে, আমাদের মুচলেকা দাও।’