প্রচ্ছদ আজকের সেরা সংবাদ আবাদি, ক্ষুদ্রচাষি ও বর্গাচাষির জমি অধিগ্রহণ করা যাবে না: প্রধানমন্ত্রী

আবাদি, ক্ষুদ্রচাষি ও বর্গাচাষির জমি অধিগ্রহণ করা যাবে না: প্রধানমন্ত্রী

একনেক বৈঠকে ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে আবাদি জমি, ক্ষুদ্রচাষি ও বর্গাচাষিদের জমি পারত পক্ষে না নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় স্বার্থে একান্ত বাধ্য হয়ে তা যদি নিতেই হয়, তাহলে কয়েকগুণ দাম এবং পুনর্বাসনের ব্যবস্থা করে তবেই নিতে হবে বলে জানান প্রধানমন্ত্রী।

মঙ্গলবার রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ বিষয়ে নির্দেশনা দেন তিনি।

এছাড়াও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালকদের দায়িত্বপ্রাপ্ত এলাকায় থেকে দায়িত্ব পালনেরও নির্দেশ দেন।

বৈঠকে মিরসরাইয়ে ভারতীয় অথনৈতিক অঞ্চল স্থাপন প্রকল্পসহ মোট ৭টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। মোট ১৮ হাজার ১৯১ কোটি টাকা ব্যয়ে এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়।