প্রচ্ছদ আজকের সেরা সংবাদ আজ সবচেয়ে বড় দিন

আজ সবচেয়ে বড় দিন

আজ ২১ জুন। উত্তর গোলার্ধে বছরের সবচেয়ে লম্বা দিন আজ। আজ সূর্য একটি নির্দিষ্ট সময়ে কর্কটক্রান্তি রেখার ওপর লম্বাভাবে অবস্থান করছে। কর্কটক্রান্তি রেখা বা অংশ বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে।

আজ দিন থাকবে ১৩ ঘণ্টা ৩৬ মিনিট ২ সেকেন্ড। এই দিনে সূর্য তার উত্তরায়নের সর্বোচ্চ বিন্দুতে অবস্থান করে এবং সর্বোচ্চ উত্তরে উদয় হয় ও সর্বোচ্চ উত্তরে অস্ত যায়। কর্কট রেখায় সূর্যকে মধ্যাহ্নে আকাশের ঠিক মাঝখানে দেখা যায় আজ।

কর্কট আর মকর নামে দু দুটো ক্রান্তি রেখা চলে গেছে পৃথিবীর ঠিক উপর দিয়ে। আর ওদের মধ্যে দিন কতটা বড় হবে সেটা ঠিক করে দেয় কর্কটক্রান্তি রেখা। ওটাকে উত্তরের রেখাও বলা যায়।

পৃথিবীর অন্যান্য দেশগুলোর মতো বাংলাদেশেও দিনটাকে উদযাপন করছে বিজ্ঞানবিষয়ক সংগঠন ‘অনুসন্ধিৎচক্র’। তারা বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করছে।