প্রচ্ছদ বিজ্ঞান ও প্রযুক্তি আজ রাতে খালি চোখে দেখা যাবে মঙ্গল গ্রহকে

আজ রাতে খালি চোখে দেখা যাবে মঙ্গল গ্রহকে

প্রতিবেশী গ্রহ মঙ্গল ১৫ বছরের মধ্যে পৃথিবীর খুব কাছাকাছি চলে এসেছে। আজ রাতে পৃথিবী থেকে খালি চোখে দেখা যেতে পারে লাল রঙের এই গ্রহটিকে। আজ রাতে মঙ্গল গ্রহ ও  পৃথিবীর দূরত্ব হবে মাত্র ৩৫.৮ মিলিয়ন মাইল (৫৭.৬ মিলিয়ন কিলোমিটার)।

শেষ ২০০৩ সালে পৃথিবীর এতটা কাছাকাছি এসেছিল মঙ্গলগ্রহ। পৃথিবী ও মঙ্গল গ্রহের স্বাভাবিক দূরত্ব ৫০.২ মিলিয়ন মাইল।

সবাইকে ঘর থেকে বেরিয়ে মঙ্গলগ্রহ দেখার আমন্ত্রণ জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আজ না দেখলে, ২০৫০ সালের আগে আর মঙ্গলগ্রহকে এতটা কাছ থেকে দেখার সুযোগ মিলবে না। সূত্র: নিউজ অস্ট্রেলিয়া