প্রচ্ছদ আজকের সেরা সংবাদ আজ পাঠ্যপুস্তক উৎসব

আজ পাঠ্যপুস্তক উৎসব

প্রতি বছরের ন্যায় আজ ১ জানুয়ারি (মঙ্গলবার) সারাদেশে পাঠ্যপুস্তক উৎসব উদযাপন করা হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সকাল সাড়ে ৯টায় আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে কেন্দ্রীয়ভাবে এ উৎসবের উদ্বোধন করা হয়।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে এক যোগে বই বিতরণ করা হচ্ছে।

এবার সারাদেশে প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত (কারিগরী ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানসহ) মোট শিক্ষার্থীর সংখ্যা ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার ৮৬৫ জন।

আজ ১ জানুয়ারি ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২টি বই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হচ্ছে।

২০১৮ সাল থেকে দেশের ৫ ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের বই বিতরণ করা হচ্ছে। এবার ৯৮ হাজার ১৪৪ জন শিক্ষার্থীর জন্য বিতরণ করা হবে ২ লাখ ৭৬ হাজার ৭৮৪ কপি বই। ৭৫০ জন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য বিতরণ করা হবে ৫ হাজার ৮৫৭ কপি বই।