প্রচ্ছদ খেলাধুলা আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগের লড়াই

আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগের লড়াই

আজ থেকে পর্দা উঠছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতামূলক আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগের। আর প্রথম রাতেই ফুটবল মাঠে যুদ্ধের আভাস পাওয়া যাচ্ছে। কারণ প্রথম দিন মাঠে নামছে লিওনেল মেসির বার্সেলোনা, নেইমারের পিএসজি, অঁতোয়ান গ্রিজম্যানের অ্যাথলেটিকো মাদ্রিদ ও মোহাম্মদ সালাহর লিভারপুল।সবশেষ গত তিন আসরের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। এবারের আসরে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে যাত্রা শুরু করবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও তাদের এবারের আসরে ফেভারিট হিসেবে ধরা হচ্ছে না। কারণ হ্যাটট্রিক শিরোপার মূল কারিগর ক্রিশ্চিয়ানো রোনালদো এবারের মৌসুমে রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েছেন। তাই শিরোপার দাবিদার হিসেবে ফেভারিট ভাবা হচ্ছে ইতালির ক্লাবটির।

প্রথম দিনেই খেলা হবে সর্বমোট ৮টি ম্যাচ। যেখানে বার্সেলোনা-পিএসভি, ইন্টারমিলান-টটেনহাম, বরুশিয়া ডর্টমুন্ড-ক্লাব বুর্গ, শালকে ০৪- পোর্তো, অ্যাথলেটিকো মাদ্রিদ-মোনাকো, লিভারপুল-পিএসজি, নেপোলি-রেডস্টার, গ্যালাসেতারে-লোকোমোটিভ মস্কো।এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী বছরের ১ জুন অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্দা মেট্রোপলিটানোতে। আজ ৮টি ম্যাচ অনুষ্ঠিত হলেও সকলের দৃষ্টি থাকবে চারটি ম্যাচের প্রতি। বার্সেলোনা-পিএসভি, ইন্টারমিলান-টটেনহাম, অ্যাথলেটিকো মাদ্রিদ-মোনাকো ও লিভারপুল-পিএসজি ম্যাচের দিকে। বিশেষ করে বললে প্রতিটি দলের সাপোর্টাররা রাত জেগে থাকবেন মেসি, নেইমার, গ্রিজম্যান, সালাহ, ইকার্দির খেলা দেখার জন্য। আগামীকাল মাঠে নামবে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস এবং তার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ। জুভিদের মুখোমুখি হবে ভ্যালেন্সিয়া, অন্যদিকে রিয়ালের মুখোমুখি হবে এএস রোমা।