প্রচ্ছদ আর্ন্তজাতিক অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসকে বরখাস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক টুইটার বার্তায় তিনি এ তথ্য জানিয়েছেন।

টুইট বার্তায় ট্রাম্প লিখেছেন, ‘আমরা অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসকে তার কাজের জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং তার কল্যাণ কামনা করছি।’

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের নির্বাচনী শিবিরে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগের ব্যাপারে বিচার বিভাগীয় তদন্ত থেকে নিজেকে সরিয়ে নেন সেশনস। এই দায়িত্ব তার অধীনস্ত রড রোজেনস্টেইনকে দেন তিনি। এরপর থেকেই প্রকাশ্যে সেশনসের বিরুদ্ধে নানা ধরণের সমালোচনামূলক কথা বলতে শুরু করেন ট্রাম্প।

২০১৭ সালে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাতকার ট্রাম্প বলেন ‘সেশনসের কখনোই নিজেকে সরিয়ে নেওয়া উচিৎ হয়নি। তিনি এই তদন্ত থেকে সরে যাবেন এই কথা আমাকে আগে বললে আমি তাকে এই দায়িত্ব দিতাম না। আমি অন্য কাউকে এই কাজের জন্য নিয়োগ দিতাম।’

সেশসনের এই বরখাস্তের ঘটনা যে খুব স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে ঘটেছে তেমনটি কিন্তু নয়।তারিখবিহীন একটি পদত্যাগ পত্রে সেশনস যে স্বেচ্ছায় পদত্যাগ করেননি সেটা স্পষ্ট ধরা পড়েছে।

আলাবামার সাবেক এই সিনেটর পদত্যাগ পত্রে লিখেছেন, ‘প্রেসিডেন্ট আপনার অনুরোধে আমি আমার পদত্যাগ পত্র জমা দিচ্ছি”।

রিপাবলিকান এই প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, ‘সবচেয়ে বড় কথা আমি অ্যাটর্নি জেনারেল থাকার সময় আমরা আইনের শাসনকে বলবত রেখেছি।’