প্রচ্ছদ খেলাধুলা অনুশীলনের ফাঁকে মাহমুদুল্লাহর নামাজ আদায় (ভিডিও)

অনুশীলনের ফাঁকে মাহমুদুল্লাহর নামাজ আদায় (ভিডিও)

জাতীয় দলের ক্রিকেটারেরা অনুশীলনে। এর মাঝেই মাঠে দাঁড়িয়ে নামাজ আদায় করে নিচ্ছেন একজন ক্রিকেটার। অন্যরা যে যার কাজে, আর জাতীয় দলের মিডল অর্ডারে অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ মাঠের সবুজ ঘাসকে জায়নামাজ বানিয়ে একাগ্রতার সঙ্গে নামাজ পড়ছেন।

মাত্র ২১ সেকেন্ডের এমনই একটি ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। এতে সমর্থকদের প্রশংসায় ভাসছেন ৩৩ বছর বয়সী এই তারকা ক্রিকেটার। কেউ কেউ বলছেন, ‘একজন মুসলিম ক্রিকেটার হিসেবে অনুশীলনের ফাঁকেও নামাজ আদায় করতে ভোলেননি মাহমুদউল্লাহ, মাশা আল্লাহ’। আবার অনেকে বলছেন, ‘মাহমুদউল্লাহ বাংলাদেশের গর্ব।’

কদিন আগেই, জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে মাশরাফি বিন মুর্তজা বলেছিলেন, ‘আমাদের ক্রিকেট টিমে যারা আছে (মুসলিম), সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এবং সবাই প্রায় ওমরাহ করে ফেলেছি। শুধু তাই নয়। আমরা যখন বিদেশে থাকি তখন আমাদের ইমাম সাহেব থাকে মুশফিক কিংবা মাহমুদুল্লাহ। আমরা সবাই সেখানে জামাতে নামাজ আদায় করি। আমাদের বোর্ড থেকে একটি রুম আলাদা করে দেওয়া থাকে যাতে আমরা নামাজ পড়তে পারি।’

উল্লেখ্য, মাশরাফিরা এখন ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ডে অবস্থান করছেন। মঙ্গলবার শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবেন টাইগাররা। ভিডিও লিংক